কিশোরগঞ্জ জেলার উন্নয়নের ধারাকে গতিশীল করার অঙ্গীকার মতবিনিময় সভায় জেলা প্রশাসক
আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল (কিশোরগঞ্জ) : ২৪ এপ্রিল ২০১৬, রবিবার,
মাদক একটি সামাজিক বেদী। আসুন, আমরা সামাজিকভাবে মাদককে নিয়ন্ত্রণ করি। জীবন, পরিবার, ও সমাজ দংশাক্তকবেদী মাদককে কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তা-ই, মাদক বিক্রি এবং সেবন বন্ধকরা অত্যন্ত জরুবী। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক শিক্ষকসহ আমরা সবাই মিলে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলাকে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত করব ইনশাল্লাহ। এ অঙ্গীকার করেছেন কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ সভাকক্ষে রোববার পরিচিতি ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, ‘আমি কিশোরগঞ্জে যোগদান করে প্রথম বারের মতো তাড়াইল এসেছি। তাড়াইলসহ জেলার সবকটি উপজেলায় বাল্য বিবাহ বন্ধ করতে আমি অঙ্গীকার করছি। বাল্য বিবাহ আয়োজনের খবর পেলেই আপনারা আমাদের জানাবেন। আমরা (প্রশাসন) দ্র্বত ওই স’ানে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করব’। এসময় তিনি এ জেলাকে মাদকমুক্ত, বাল্যবিবাহ মুক্ত, যৌননিপীড়ণরোধসহ উন্নয়নের ধারাকে গতিশীল করার কথা বলেন।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঞা কাঞ্চন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহার, তাড়াইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) খোন্দকার শওকত জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল হাই, সাংবাদিক আবদুস সাত্তার প্রমুখ।