বাকৃবিতে বাউএক আয়োজিত ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এপ্রিল ২৪ ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) আয়োজিত গ্রীষ্মকালীন সবজি চাষ প্রতিযোগিতা-২০১৬ এর ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী গত (২৪ এপ্রিল ২০১৬) বাউএক চাষি হোস্টেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাউএক পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড.এ. কে.এম জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আব্দুল কুদ্দুস, বাউএক গভর্নিং বডির সদস্য মোঃ আবদুর রাজ্জাক, বাউএক আওতাভূক্ত সমিতির সদস্য কৃষক মোঃ আবদুল খালেক, মোঃ শরীফুল ইসলাম, কৃষাণী জেসমিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন মানুষের পুষ্টির চাহিদা পূরণে আমাদের মনোযোগী হতে হবে আর তাই পরিবারের পুষ্টির যোগান দিতে আমাদের বেশি করে সবজি চাষ করতে হবে।
পরে ভাইস-চ্যান্সেলর বাউএক সমিতির আওতাভূক্ত ২৪ জন কৃষক কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করেন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাউএক এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম