| সকাল ৯:৫২ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় মা ছেলেকে পিটিয়ে আহত, আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি ঃ২৪ এপ্রিল ২০১৬, রবিবার

নেত্রকোনা পৌরসভার খতিবনগুয়া গ্রামে জমি সংক্রান- বিরোধের জের ধরে গতকাল রোববার সকালে মা সৈয়দা নাসিমা ও ছেলে মিকাইল হোসেন খান ইমরানকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহীম, অলি মিয়া ও হাবিল মিয়াকে আটক করেছে।
জানা গেছে, খতিবনগুয়া গ্রামের নাসিমার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মিজানুর রহমানদের জমি নিয়ে বিরোধ চলছিল।  রোববার সকালে বিরোধপূর্ন জমি মিজানুর রহমান তার লোকজন নিয়ে দখল করতে যায়। এ সময় নাসিমা বাধা দেন। দখলকারীরা তাকে মারপিট করে। মাকে বাঁচাতে ছেলে মিকাইল হোসেন খান এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে। এলাকাবাসী মা ও ছেলেকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে নাসিমার অপর ছেলে মো. মাসুম খান সাতজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ করেন। পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মাছুদুল আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:১৪ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০১৬