| দুপুর ২:১৯ - শনিবার - ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় দেড় মাসেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২৪ এপ্রিল ২০১৬, রবিবার,

সদর উপজেলার চরপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অপহরণের দেড় মাসেও  রোববার পর্যন- অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি মামলার কোন আসামীকেও গ্রেফতার করতে পারেনি। আসামীপক্ষ মামলার বাদী ছাত্রীর বাবাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধমকি দিচ্ছে।
জানা গেছে, সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের চরপাড়া গ্রামের ওই ছাত্রী গত ৯ মার্চ সকালে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে বখাটে জুয়েল মিয়া(২৪) কয়েক সহযোগি নিয়ে অপহরণ করে। এ ঘটনায় পরদিন অপহৃতের বাবা নেত্রকোণা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েল মিয়া, সহযোগি হাসিম উদ্দিনসহ ৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩- ৪ জনকে আসামী করে মামলা করেন। মামলা করার প্রায় দেড় মাস সময় অতিবাহিত হলেও পুলিশ অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও আসামীদেরকে গ্রেফতার করতে পারেনি। মামলার বাদীর অভিযোগ আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাদী ও সাক্ষীদেরকে খুন ও গুমের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় জানিয়েও কোন ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছেনা।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মাছুদুল আলম জানান, আসামীদের গ্রেফতারের জন্য এলাকায় অভিযোন চালানো হচ্ছে। ওদেরকে এলাকায় পাওয়া যাচ্ছেনা।

সর্বশেষ আপডেটঃ ৬:০৫ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০১৬