বাজিতপুরে পিডিপি প্রজেক্টের শ্রমিকের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ-২৪ এপ্রিল ২০১৬, রবিবার
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের মধ্য ভাগলপুর বিদ্যুতের খুঁটির সংযোগ দিতে গিয়ে মোঃ রাজু মিয়া (২১) নামের এক শ্রমিকের মৃত্যু ঘটে। এ ঘটনাটি ঘটে গত শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মধ্য ভাগলপুর নামক স’ানে। নিহত রাজু মিয়ার গ্রামের বাড়ি রংপুর জেলার পিরিজপুর উপজেলার কমনঞ্জু মারি গ্রামে। তার পিতার নাম মোঃ নজরুল ইসলাম। রবিবার সকাল ১১টায় লাশ ময়নাতন্দের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। জানাযায়, গত শনিবার সন্ধ্যার দিকে মধ্য ভাগলপুরের বিদ্যুতের লাইন বন্ধ করে রাজু মিয়া খুঁটির উপরে লাইনের কাজ করছিল। হঠাৎ করে সরারচর উপ কেন্দ্র হতে বিদ্যুতের সংযোগ দিলে সে গুরুত্বর আহত হয়।