মদনে অগ্নিকান্ডে ৫ কৃষকের বসতঘর ভষ্মীভূত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ ২৪ এপ্রিল ২০১৬, রবিবার
নেত্রকোণার মদন উপজেলার বাগদাইর গ্রামে রোববার সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫ কৃষকের বসতঘর পুঁড়ে ভষ্মীভূত হয়েছে। এতে করে ঐ পরিবারগুলোর ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, রোববার সকালে বাগদাইর গ্রামের রেহান উদ্দিনের ঘরে বিদ্যুৎতের শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও নেত্রকোণা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ব্যাপক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর মধ্যে বাগদাইর গ্রামের আবুল মিয়া, সুবুর মিয়া, মাজু মিয়া, রেহান উদ্দিন ও মূর্তুজ আলীর বসতঘর পুঁড়ে ছাই হয়ে যায়। ধান কাটার ভরা মৌসুমে কৃষক পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। মদন ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক জানান, অগ্নিকান্ডে পরিবারগুলোর অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এদের পুর্নবাসনের জন্য যথাযথ ব্যবস’া গ্রহণ করা হবে।