ইউপি নির্বাচন নেত্রকোনায় ২০ ইউনিয়নে আ’লীগ ১০, বিএনপি ৩ বিদ্রোহী ৭

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২৪ এপ্রিল ২০১৬, রবিবার,
জেলার মোহনগঞ্জ ও কেন্দুয়ায় ২০ ইউনিয়নে শান্তিপূর্নভাবে ইউনিয়ন পনিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি ও ৭টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।
জানা গেছে, জেলার মোহনগঞ্জের বড়খাশিয়া বিরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. মোতাহার হোসেন চৌধুরী, বড়তলী বানিহারী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত হাজী মুখলেছুর রহমান, তেতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. রফিকুল ইসলাম মুরাদ, মাঘান সিয়াধার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবু বক্কর সিদ্দিক, সমাজ সহিলদেও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আমিনুল ইসলাম খান সোহেল, সুয়াইর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত কামরুল হাসান সেলিম ও গাগলাজোর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব। অন্যদিকে জেলার কেন্দুয়ার গনডা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাজেদুল ইসলাম সনজু, সান্দিকোনায় আওয়ামী লীগ মনোনীত মো. আজিজুল ইসলাম, মোজাফরপুরে আওয়ামী লীগ মনোনীত নূরুল আলম মো. জাহাঙ্গীর চৌধুরী, কান্দিউড়া ইউনিয়নে বিএনপি মনোনীত মো. শহীদুল্লাহ কায়সার, চিরাং ইউনিয়নে বিএনপি মনোনীত মাহবুব আলম খান জরিপ, বলাইশিমুলে বিএনপি মনোনীত আলী আকবর মল্লিক, নওয়াপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম শফিক, আশুজিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী বিদ্রোহী হয়েছেন রফিকুল ইসলাম, দলপা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুর রহমান অলি, মাসকায় বিএনপির বিদ্রোহী মোস-াফিজুর রহমান খুকুমণি, পাইকুড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন কবীর চৌধুরী, গড়াডোবায় আওয়ামী লীগের বিদ্রোহী মজিবুর রহমান ওরফে বাবলু, রোয়ইলবাড়ি আওয়ামীলীগের বিদ্রোহী এসএম ইকবাল রুমী ।