| রাত ১:৪৫ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবিতে ছিনতাইয়ের অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টারঃ   বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের অভিযোগে মো. জামাল হোসেন নামে একজনকে আটক করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রধান নিরাপত্তা শাখা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (২২ এপ্রিল) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধূমকেতু ক্লাবের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রধান নিরাপত্তা শাখার প্রধান মহিউদ্দিন হাওলাদার জানান,  ধূমকেতু ক্লাবের সামনে মোবাইল ও গলার চেইন ছিনতাইয়ের সময় ওই ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১:২৭ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০১৬