| রাত ১২:১৯ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে বেশক’টি ইউনিয়নে আতঙ্কে ছিল ভোটারা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি,২৩ এপ্রিল ২০১৬, শনিবার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী, সরিষা ও উচাখিলাসহ বেশক’টি ইউনিয়নে আতঙ্কের মধ্য দিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। সোহাগীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ কয়েক জনকে কুপিয়ে আহত করার পর এলাকায় উত্তেজনা অব্যাহত থাকে। সরিষাতে আ’লীগ প্রার্থী ও আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ও উচাখিলায় জা’পা প্রার্থী ও আ’লীগ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে উত্তেজনা অব্যাহত থাকার ফলে সংঘর্ষ হতে পারে এমন আতঙ্ক নিয়ে ভোট দিয়েছেন ভোটাররা।
গত সোমবার সোহাগী ইউনিয়নে আ’লীগের প্রার্থী হাবিবুর রহমান ও জাপা প্রার্থী কাদির আহম্মেদ ভুইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে আ’লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে গুরুতর অবস’ায় আ’লীগ প্রার্থীর ভাই মজিবুর রহমানকে ঢাকার একটি হাসপাতালে শনিবার সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন ছিলো। ওই পরিসি’তি কঠোর প্রশাসনিক তৎপরতার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সরেজমিন সোহাগীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, লাইনে দাড়িয়ে থাকা ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সোহাগী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এতে আতঙ্কের কথা জানান আম্বিয়া খাতুন। তিনি বলেন, ভোট লাইয়ে তাইনেরা মারা মারি করছে। অহনও মারা মারি অইতে পারে। তার পরেও নিজের ভোট দিতে আইছি। তারাকান্দি কেন্দ্রে হোসাইন আহমেদ বলেন, ভেতরে সেই মারা মারির আতঙ্ক রয়েছে। ভোটাররা আতঙ্ক নিয়েই ১১ টি কেন্দ্রে ভোট দিয়েছেন। একই ঘটনা সরিষা ও উচাখিলাতে সেখানেও ভোটাররা আতঙ্কে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি ইউনিয়ন গুলোতে ব্যাপক জালভোট পড়েছে বলে চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করেছেন।
কেন্দ্র গুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন- ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে ১১৫ টি কেন্দ্রে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রে দিন ভর নারী ভোটারদের ছিলো দীর্ঘ সারি। নারীরা দীর্ঘ ক্ষণ লাইনে অপেক্ষা করে ভোট দিয়েছেন।
মেম্বার প্রার্থীর ৬ মাসের কারাদন্ড ঈশ্বরগঞ্জে ৮ নং রাজীবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মকবুল হোসেন চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট পেপার নিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। ওই অবস’ায় মেম্বার প্রার্থীকের ব্যালট পেপার সহ আটক করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, ব্যালট পেপার নিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করায় মেম্বার প্রার্থীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মাহবুব আলম।
বিভাগী কমিশনার ও ডিআইজির কেন্দ্র পরিদর্শন: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগে বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, উপ-পুলিশ মহা পরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুলৱাহ আলম মামুন, ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিলৱাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:৫২ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০১৬