ঈশ্বরগঞ্জ ও নান্দাইলে জাল ভোটের অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০১৬, শনিবার
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী সহ ৫ জনকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত এবং একই অভিযোগে এক প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ।
চন্ডিপাশা ইউনিয়নে বাশহাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে এক গার্মেন্টস কর্মীকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বাশহাঁটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলার সাতমারিয়া গ্রামের রহমতউলৱাহ ছেলে রনি (২২) জাল ভোট দিতে গেলে পুলিশ আটক করে। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জসিম উদ্দিন স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা-২০১০এর ৭২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত রনি স্থানীয় টার্গেট সুয়েটার ফ্যাক্টরীর শ্রমিক।
বিকালে একই অপরাধে একই কেন্দ্রে বাশহাটি গ্রামের আঃ কাদিরের পুত্র মাদ্রাসা র্ববেল (১৮) ৬ মাসের কারাদন্ড দেন আদালত।
একই উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নে কপালহর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোবায়ের ও আশরাফুল ইসলাম নামে ২জনকে জাল ভোট দেয়ার অভিযোগে ৬ মাসের কারাদন্ড দেন।
ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যালেট বাক্স্র ছিনতাইয়ের অভিয়োগে রাজিবপুর ইউনিয়নের মেম্বারপ্রাথী মকবুল হোসেনকে আটক করার পর ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন। এদিকে রাজগাতি ইউনিয়নের কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ নজর্বল ইসলামকে জালভোট দেয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নান্দাইলের মুসুলৱী ইউনিয়নের নগর কুচুরী কেন্দ্রে ব্যালেট পেপার ছিনতাইয়ের প্রতিহত করতে তিন রাউন্ড ছুড়ে। বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের উৎসব ছিল। এছাড়া কোন দুর্ঘটনার খবর খবর পাওয়া যায়নি।