আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ব বৃহৎ ক্রেডিট ইউনিয়ন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ২৩এপ্রিল শনিবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদস্যেদের উপসি’তি ও রেজিষ্ট্রেশনের পর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কর্মসূচী শুর্ব করা হয়। অত্র সমিতির চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রহিম, সমিতির ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম, সেক্রেটারী আলহাজ মোখলেছুর রহামান খান, সাবেক সেক্রেটারী ও শালচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক আব্দুল হান্নান, ক অঞ্চলের ডিরেক্টর মোঃ আব্দুর রেজ্জাক, খ অঞ্চলের ডিরেক্টর মোঃ ফজলুল করিম, গ অঞ্চলের ডিরেক্টর মোঃ জাকির হোসেন, ঘ অঞ্চলের ডিরেক্টর সিদ্দিক আলম, ঙ অঞ্চলের ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান, ঋণ কমিটির সভাপতি আলী হোসেন পাঠান, সেক্রেটারী শাহজালাল, সাবেক ট্রেজারার আবু বাহার, ডেলিগেটদের মধ্যে থেকে একেএম নুর্বল ইসলাম ও ছমির আলী মলিৱক প্রমূখ। সভার সঞ্চালনা করেন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চীফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আবদুল হামিদ। ১৭তম বার্ষিক সভায় ২০১৪-২০১৫এর বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন করা হয়। অত্র সমিতির বর্তমান মূলধন ৪কোটি ৯০লৰ ৪৪হাজার ১শত উনত্রিশ টাকা পচাত্তর পয়সা। উক্ত অনুষ্ঠানে সমিতির ৫অঞ্চলের ৬০জন ডেলিগেট, উপ-কমিটির ৬জন সদস্য সহ সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ উপসি’ত ছিলেন।