| সকাল ৮:৫৯ - বুধবার - ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইউপি নির্বাচন পূর্বধলায় আ’লীগ দলীয় প্রার্থীর বিপক্ষে আ’লীগ

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২৩ এপ্রিল ২০১৬, শনিবার

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া নিয়ে নানা কথা উঠেছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান জগলুল হককে মানবতা বিরোধী বলে ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না দেয়ার দাবীতে ইউনিয়ন আওয়ামী লীগ অবস’ান নিয়েছে।
জানা গেছে, আগামী ২৮ মে জেলার পূর্বধলা উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলামূলগাঁও ইউনিয়নে ওই ইউনিয়নের চেয়ারম্যান জগলুল হক দলীয় প্রার্থী হয়েছেন। স’ানীয় ইউনিয়ন আওয়ামী লীগের অভিযোগ তিনি একজন মানবতা বিরোধী যুদ্ধাপরাধী। ১৯৭১ সালে পাক সেনাদের হয়ে মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছেন। বর্তমান চেয়ারম্যান হওয়ায় তাকে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হচ্ছে। এতে করে স’ানীয় আওয়ামী লীগের নেতা কর্মী কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে মনোনয়ন না দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের যে কাউকে মনোনয়ন দেবার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস-ক্ষেপ কামনা করেন। ওই ইউনিয়নে আলবদর আল সামসের ১৩৮জনের নাম সম্বলিত তালিকা গতকাল শনিবার সাংবাদিকদের কাছে দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ওই তালিকায় ৮৯নং ক্রমিকে জগলুল হকের নাম রয়েছে।
ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর”ল ইসলাম খান নুর”, সাধারন সম্পাদক সুর”জ মিয়া এবং সাবেক সভাপতি আবদুস ছাত্তারসহ দলীয় নেতৃবৃন্দ প্রত্যেকেই বলেন, চেয়ারম্যান পদে ৭১ এর তালিকাভুক্ত জগলুল হককে নৌকার প্রার্থী করায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। বঙ্গবন্ধুর নৌকা কিভাবে ওই ব্যক্তির হাতে দেয়া হয় তা আমরা বুঝে উঠতে পারছিনা। ওই ব্যক্তির পরিবর্তে আওয়ামী লীগের যে কোন নেতাকর্মীকে মনোনয়ন দেয়ার দাবী জানান তারা।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০১৬