কলমাকান্দায় বিশ্ব বই দিবস পালিত
কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি শনিবার পালিত হয়েছে। কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্থ প্রতিম মজুমদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর পাঠাভ্যাসের উন্নয়ন কর্মসূচি বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা। বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, মোঃ উছমান গনি, ইফতেখার আহমেদ, রনদা মোহন দত্ত ও প্রশান্ত কুমার সাহা প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এছাড়া তরুনদের বই পড়ায় আগ্রহী করে তোলা ও পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা সহ বই পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনা বৃদ্ধিই মূখ্য উদ্দেশ্যে।