বিদ্যুতের দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ, প্রতিবাদ সমাবেশ

ফাহিম মোঃ শাকিল, ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার
ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ এর সীমাহীন লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
আজ শুক্রবার বিকালে স্থানীয় যুবক,ব্যবসায়ী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে প্রায় দেড় ঘন্টা মহা সড়কটি অবরোধ করে রাখে।
জানাযায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সীমাহীন লোডশেডিংএ অতিষ্ঠ হয়ে শুক্রবার বিকালে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে প্রতিবাদ সমাবেশ শেষে ক্ষোব্ধ উপসি’ত লোকজন ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে এসে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘন্টা মহা সড়ক অবরোধ করে রাখে। এতে থাকায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ও মডেল থানার ওসি মামুন অর রশিদ ঘটনাস’লে উপসি’ত হয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাসে ক্ষোব্ধ জনতা অবরোধ তোলে নেয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুুকদার বলেন ,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর জেনারেল ম্যানেজার ও ভালুকা পিডিবি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে এলাকা বিদ্যুৎ সমস্যার সমাধানে সর্বাত্তক চেষ্টা করা হবে।