জনগণের সেবা করাই আমার অঙ্গীকার ——-আলহাজ্ব জয়নাল আবেদীন
এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল, ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার,
এলাকার উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার অঙ্গীকার, ত্রিশাল উপজেলার প্রত্যান্ত অঞ্চলের সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টগুলো পর্যাক্রমে কাজ করা হবে। সকল কর্মকান্ডে জনগণের অংশ গ্রহণ থাকলে ঐ কাজগুলো ভালভাবে সম্পন্ন করা যায়। কথাগুলো বলেছেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি আজ শুক্রবার বিকেলে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের শিমুলিয়া খালের উপর দুর্যোগ ব্যবস’াপনা অধিদপ্তরের আওতায় ব্রীজ, কালভার্ট নির্মাণ কর্মসূচী ২০১৫-২০১৬ অর্থ বছরের অধীনে নতুন ব্রীজ নির্মাণের কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ত্রিশালের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন, এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সরকারের যে উন্নয়ন মূলক কর্মকান্ডের ভাব ধারা তা বাস্তবায়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে নির্মানাধীন ব্রীজটি ভালভাবে কাজ সম্পন্ন করার আহবান জানান তিনি।
আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া নূরুল ইসলাম বাদশার সভাপতিত্বে উদ্ধোধন পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপসি’ত ছিলন, মিসেস ইউ.এন.ও আবু জাফর রিপন, আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান সুরঞ্জন দেবনাথ বলাই, ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধীকারী মাজহার্বল ইসলাম জুয়েল প্রমূখ।