মুক্তাগাছায় ইউপি নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন বিতরণ শুরু
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার,
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুক্তাগাছায় জাতীয় পার্টির দলীয় মনোনয়ন বিতরণ আজ শুক্রবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। প্রথম দিনেই ৮ জন দলীয় প্রার্থীর মাঝে দলীয় মনোনয়ন বিতরণ করা হয় এরা হলেন- ৩নং তারাটি ইউনিয়নের আব্দুর রাজ্জাক ফকির, ৬নং মানকোন ইউনিয়নের আলহাজ্ব আমিনুর রহমান আকন্দ, ৭নং ঘোগা ইউনিয়নের জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন জাপার যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুর রশিদ, ৮নং দাওগাঁও ইউনিয়নের শাহজাহান আলী সরকার, ৯নং কাশিমপুর ইউনিয়নের মোঃ হাবিবুর রহমান ও ১০নং খেরুয়াজানী ইউনিয়নের খন্দকার আশরাফুজ্জামান খোকন। মনোনয়ন বিতরণ করেন- জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাপা’র কেন্দ্রীয় নেতা সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি এমপি। এ সময় জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন নেয়ার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় প্রার্থী সমর্থনে প্রায় ১ হাজার মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে দলীয় পছন্দের প্রার্থীর পৰে শো-ডাউন করে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।