| দুপুর ২:১৭ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন কাল শনিবার

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ১১ ইউনিয়নে কাল ২৩ এপ্রিল (শনিবার) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। । দু’চারটি সামান্য দূর্ঘটনা ছাড়া তেমন বড় ধরনের গোলযোগ হয়নি। নির্বাচনে ১১ ইউনিয়নের মধ্যে ক্ষমতাশীল আওয়ামীলীগ একক প্রার্থী দিতে ব্যর্থ হলেও বিএনপি একটি ইউনিয়ন বাদে ১০ টিতে একক প্রার্থী দিতে সমর্থ হয়েছে।

নান্দাইল উপজেলায় ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সীমানা জটিলতার কারনে ১নং বেতাগৈর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। এবারের নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩৩ টি, সাধারন ওয়ার্ড সংখ্যা ৯৯ টি, ভোট কেন্দ্রের সংখ্যা ১০৪ টি, ভোট কক্ষের সংখ্যা ৫৫২ টি, অস’ায়ী কেন্দ্রের সংখ্যা ০১ টি, অস’ায়ী কক্ষের সংখ্যা ৩২ টি, মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ১৮৩ জন, মোট পূর্বষ ভোটার ১ লৰ ১৯ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লৰ ১৪ হাজার ৯৪৭জন, রির্টানিং অফিসারের সংখ্যা ০৪ জন। ভোট গ্রহন কর্মকর্তার সংখ্যা-প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১০৪ জন ,সহ প্রিজাইডিং অফিসারের সংখ্যা ৫৫২ জন, পোলিং অফিসারের সংখ্যা ১১০৪ জন। চেয়ারম্যান পদে প্রতিন্ধন্দী প্রার্থী ৫১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিন্ধন্দী প্রার্থী ১২৬ জন, সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪০১ জন, অধিক ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রে সংখ্যা ২৮ টি ঝুকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৬৮ টি ও সাধারন ঝুকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ০৮ টি বলে নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা গেছে।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো‏হাম্মদ শাহানূর আলম ও নান্দাইল মডেল থানার অফিসার মোঃ আতাউর রহমান জানান, আইন শৃঙ্খলা উন্নয়নে সর্বোচ্চ ব্যবস’া গ্রহন করা হয়েছে।#

সর্বশেষ আপডেটঃ ৭:১৩ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০১৬