নেত্রকোনায় উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে আহত

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার
বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বৃহস্পতিবার বিকেলে ভাই মাসুমকে (২৩) কুপিয়ে আহত করেছে কয়েক যুবক। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। আহত মাসুম সদর উপজেলার মদনপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিদ্দিকুর রহমানের ছেলে।
জানা গেছে, সদর উপজেলার মদনপুরের জিয়াদ, পরাগ, মাহাবুল দীর্ঘদিন ধরে নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। তারা ওই ছাত্রীকে কিছুদিন আগে অপহরণের চেষ্টাও করে। বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বাসায় ফেরার পথে বখাটেরা ফের তাকে উত্যক্ত করছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রীর ভাই মাসুম প্রতিবাদ করে। এতে যুবকরা ক্ষিপ্ত হয়ে মদনপুর বাজারে তাকে ধারালো দা দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস’লে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।