| রাত ৮:৫১ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় আওয়ামী লীগের ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার,

জেলার কলমাকান্দায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে নয়জনকে বহিস্কার করা হয়েছে। কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের পক্ষে শুক্রবার দুপুরে কলমাকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় বিদ্রোহী ওই ৯ জনকে বহিস্কারের ঘোষণা দেয়া হয়। বহিস্কৃতরা হচ্ছেন- নাজিরপুর ইউনিয়নে ওই ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ ওরফে বাবুল, একই ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, খারনৈ ইউনিয়নে স’ানীয় আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল হক চাঁন মিয়া দেওয়ানী, একই ইউনিয়নেসাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম, রংছাতি ইউনিয়নে ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন, বড়খাপন ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতা মৃদুল রায় তালুকদার, কৈলাটি ইউনিয়নে তাপস চন্দ্র বিশ্বাস, ও পোগলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সেলিম খান এবং রফিকুল ইসলাম ও সেলিম খানকে হহিস্কার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ বহিস্কৃতদের নাম ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক খানসহ স’ানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস’ান নিয়ে প্রতিদ্বন্ধীতা করায় তাদের দলের সকল স্তর থেকে তাদের বহিস্কার করা হয়েছে। বিষয়টি জেলা আওয়ামী লীগকে জানিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:০৩ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০১৬