নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম পরিদর্শনে মারিয়ানা রুসকা
ভ্রাম্যমান প্রতিনিধি, ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার
জার্মানি থেকে আগত সার্পোট কান্ট্রি প্রোগ্রাম অফিসার মারিয়ানা র্বসকা, গত ২০-২১ এপ্রিল ২০১৬, নান্দাইল এডিপি এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি ঘোষপালা গ্রামে ইসিসিডি কার্যক্রম, সাভার গ্রামে পিডি/হার্থ কার্যক্রম, পূর্ব শিবনগর গ্রামে সাবলম্বী মহিলা দলের কার্যক্রম, জামতলা কমিউনিটি ক্লিনিক, সেবা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি ঘাঁসফুল শিশু ফোরামের সদস্যদের সাথে মিলিত হয়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় তাদের কাজের বর্ননা শোনেন এবং শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন উপভোগ করেন। তিনি দুইটি রেজিষ্টার্ড শিশু পরিবার পরিদর্শন করেন এবং শিশুদের সার্বিক অবস’া সম্পর্কে খোজ খবের নেন। নান্দাইলের মানুষ কিভাবে তাদের শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মানে কাজ করছে এবং কি ভাবে ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপি এলাকার মানুষ তথা শিশুদের জীবন মান উন্নয়নে অবদান রাখছে তা দেখে তিনি অনন্দিত হন। এলাকার মানুষের উন্নয়ন সংগ্রামে আরও নিবিড় ভাবে জড়িত হওয়ার জন্য নান্দাইল এডিপি‘র কর্মীদের পরামর্শ প্রদান করেন। এ সময় আরও উপসি’ত ছিলেন সিনিয়র ম্যানেজার টিমথি উজ্জল কান্তি সরকার, এডিপি ম্যানেজার সিবাষ্টিয়ান পিউরিফিকেশন, ডাঃ জয়ন্ত কুমার নাথ, প্রোগ্রাম অফিসার সুব্রত পাল এবং স্বপন ডেভিড সাহা।#