নেত্রকোনায় আগুনে চার দোকান ও চার আটো রিকসা পুড়ে গেছে
নেত্রকোনা প্রতিনিধি ঃ ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার
নেত্রকোনা পৌর সভার সাতপাই রেল স্টেশন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে চারটি দোকান, চারটি অটো রিকসা ও একটি মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা বড় রেল স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আগুন লেগে ওসমান গণির মনোহারী, এনামুল হক মহতের প্লাস্টিকের, রেজাউল হাসান সুমনের ইলেকট্রিক ও দিলু মিয়ার মোবাইলের দোকান পুড়ে যায়। একই সময়ে আবদুল হামিদ, আবদুল মালেক, অর্জুন ও সুমনের একটি করে অটো রিকসা এবং সুমনের একটি মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে যায়। নেত্রকোনা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস’লে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে শুক্রবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
নেত্রকোনা ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. ওয়াসিম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।