ঝিনাইগাতী মহারশি নদীতে থেকে কৃষকের লাশ উদ্ধার
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার,
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর ফাকরাবাদ এলাকা থেকে ২২ এপ্রিল শুক্রবার সকালে তমির উদ্দিন(৬০) নামের এক কৃষকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার হলদীগ্রাম উত্তরপাড়ার মৃত মনির উদ্দিন মেম্বারের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে তমির উদ্দিন নিখোঁজ ছিল। বহু খোঁজাখুজির পর শুক্রবার সকাল ১১ ঘটিকার দিকে নিহতের নিজ বাড়ী থেকে আনুমানিক ১কিঃমিঃ দৰিণে নদীতে ভাসমান অবস’ায় নিহতের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে ওসি মিজানুর রহমান ও এসআই শফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ নিয়ে উপসি’ত লোকজনের সহায়তায় নদী থেকে লাশ উদ্ধার করেন। পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে নিহতের বড় ছেলে মঞ্জুর্বল ইসলাম থানায় একটি ইউডি মামলা দায়ের করেন। ওসি মিজানুর রহম্যান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। উলেৱখ্য যে, নিহত তমির উদ্দিন বিগত প্রায় দেড় মাস যাবৎ জন্ডিস ও ট্রাইফয়েড সহ নানা রোগে ভোগছেন এমনকি লোকজনের সাথে দেখা হলেই তাকে ৰমা করে দেওয়ার জন্য দোয়া চাইতেন বলে পরিবারের লোকজন ও এলাকাবাসীরা জানান।