হোসেনপুরে প্রান্তিক চাষিদের সার ও বীজ বিতরণ
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি:২২ এপ্রিল ২০১৬, শুক্রবার,
হোসেনপুর উপজেলা ও কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে চলতি মৌসুমে উফশী আউশ ও নেরিকা প্রোনোদনার লক্ষ্যে বিনামূল্যে ৰুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ধানবীজ ও রাসায়নিক সার করা হয়েছে। ইউএনও তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মো: শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো: ইমরুল কায়েস, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।