ময়মনসিংহে সিএফসি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ নগরীর বাগানবাড়ী এলাকার সিএফসি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটিম্যান এনামুল ইসলাম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রায় আধাঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।