| রাত ৮:৪৮ - শনিবার - ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইটনা মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

 মিঠামইন (কিশোরগঞ্জ), ২১ এপ্রিল, ২০১৬ (বাসস) : রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। হাওর এলাকায় আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনই এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্থানীয় ডাক বাংলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে নির্মাণ কাজের উদ্বোধনকালে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর এলাকায় ব্যাপক আর্থ-সামাজিক পরিবর্তন হবে এবং ঢাকা সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গে হাওর এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। মহাসড়কের পাশাপাশি ৫১৪ কোটি টাকা ব্যয়ে চিলনি, ঢাকি এবং ভাটশালা সেতু নির্মাণ করা হবে। সড়ক ও মহাসড়ক অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়িত করবে। এতে ২৯টি সড়ক, সাতটি বক্সকালভার্ট, সাতটি আরসিসি ও বড় সেতু রয়েছে।
জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আহমদ মুস্তফা কামাল, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন ও স্থানীয় এমপি রেজোয়ান আহমেদ তৌফিক বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ হাওর এলাকার সার্বিক উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, এ সকল প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
রাষ্ট্রপতি বলেন, একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকান্ডের জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ এর সুফল আমরা সকলেই ভোগ করব।
রাষ্ট্রপতি পরে ঢাকী সেতুর পাইলিং কাজের উদ্বোধন করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:০৮ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০১৬