আইনজীবী সমিতির শোক প্রখ্যাত আইনজীবী এডভোকেট শহীদুল্লাহ’র ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ঃ | ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস এর ২য় পুত্র, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ এর ভ্রাতুষ্পুত্র ও স্বদেশ হাসপাতাল প্রাঃ লিঃ এর পরিচালক ডা. এ.কে.এম ওয়ালিউল্লাহ’র ছোট ভাই ময়মনসিংহ জজ কোর্ট ও সুপ্রীম কোর্টের প্রখ্যাত আইনজীবী এডভোকেট এ.কে.এম শহীদুল্লাহ (৬২) বুধবার রাত ৯ টায় ঢাকাস’ পুপুলার হাসপাতালে চিকিৎসারত অবয় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। তার মৃত্যু সংবাদে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ময়মনসিংহ জজ কোর্ট প্রাঙ্গণসহ নিজ এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে আসে। রাতেই ঢাকা থেকে তার লাশ ময়মনসিংহে আনা হয়। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই কন্যা, সাত ভাই, চার বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় ময়মনসিংহ জজ কোর্ট প্রাঙ্গণে ১ম নামাজে জানাযা এবং বাদ জোহর নিজ গ্রামের বাড়ী সদর উপজেলার দাপুনিয়ার গোষ্ঠা দাখিল মাদ্রাসা মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে পিতার পাশে তাকে দাফন করা হয়। আইনজীবী সমিতির জানাযায় সমিতির সভাপতি এড. বাঁধন কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক এড. নূরুল হক, প্রবীন আইনজীবী এড. আনিসুর রহমান খান ও বীর মুক্তিযোদ্ধা এড. এম.এ. ওয়াদুদসহ সর্বস্তরের আইনজীবীগণ শরীক হন। এ ছাড়া গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত জানাযায় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ উপসি’ত ছিলেন।