স্পন্সরশীপ ম্যানজেমন্টে কমিটির সাথ মতববিমিয় সভা
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ| ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
২১এপ্রিল বৃহস্পতিবার সকালে শেরপুরের ঝিনাইগাতী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্পন্সরশীপ ম্যনেজমেন্ট কমিটির সাথে এক মতবিনিময় সভা ও স্পন্সরশীপ ম্যনেজমেন্ট কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের নিরাপত্তা, শিশুদের অধিকার, শিশু শ্রম, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম এবং স্পন্সরশীপ ম্যনেজমেন্ট কমিটির কার্যক্রম ও পরিকল্পনাগুলো উপস’াপন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী এডিপি’র ম্যানেজার মিঃ বেঞ্জামিন মারাক। আলোচনায় অংশ গ্রহন করেন কেন্দ্রীয় স্পন্সরশীপ ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি নবীজল হক রানা, সেক্রেটারী মুহাম্মদ আবু হেলাল, গৌরীপুর ইউনিয়ন কমিটির সভাপতি আবাদুল মতিন, কাংশা ইউনিয়ন কমিটির সদস্য নজরুল ইসলাম । সভা সঞ্চালনা করেন স্পন্সরশীপ অফিসার কুহু হাগিদক।