ঈশ্বরগঞ্জে দলীয় প্রার্থীদের পৰে বিএনপির ব্যাপক গণসংযোগ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি। বুধবার রাতে ঈশ্বরগঞ্জ সদর, বড়হিত ও মাইজবাগের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। এর আগে সোহাগী, সরিষা, আঠারবাড়ি, জাটিয়া, মগটুলা, রাজিবপুর, উচাখিলা, তার্বন্দিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর পৰে পথসভার আয়োজন করা হয়। এসব পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুলৱাহেল মাজেদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হার্বন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ উপজেলায় ১১টি ইউনিয়নে বিএনপির ১১জন প্রার্থী রয়েছে।