নেত্রকোনায় ভাষা সৈনিকসহ দুই গুণীজনকে সম্মাননা
নেত্রকোনা প্রতিনিধি ঃ ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
নেত্রকোনা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক এবং সমাজসেবক প্রবীন চিকিৎসক ডাঃ এম এ হামিদ খান এবং প্রবীন সঙ্গীত সাধক বাংলাদেশ বেতারের শিল্পী ওস্তাদ রফিক মাহমুদকে যথাক্রমে সমাজ সেবায় ও সঙ্গীত সাধনায় গুণীজন হিসাবে এ বি ফাউন্ডেশনের পক্ষ হতে সম্মাননা প্রদান এবং দুইজন দু’সংবাদকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবে বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। দুই গুণী ব্যক্তিদের জীবন চরিত পাঠ করেন নেত্রকোনা মধুমছি কচি কাঁচা মেলার আহ্বায়িকা শাওন হক জুই এবং যুগ্ম আহ্বায়িকা নুসহাত তাবাসুম তাসফি।
ফাউন্ডেশনের উপদেষ্টা স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে আলোচনা করেন- শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, প্রবীন রাজনীতিবিদ এস এম বজলুল কাদের শাহজাহান, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিতেন চৌধুরী, বিশিষ্ট সংগঠকও চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ, কবি ও লেখক স্বপন পাল, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংস্কৃতিক কর্মী নাঈম সুলতানা লিবন। আলোচনার আগে গুণীজনদের হাতে উত্তরীয় এবং ক্র্যাস্ট তুলে দেন অতিথিবৃন্দ। আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সাংবাদিক কবীর হোসেন চান মিয়া ও সাংবাদিক আনোয়ার হোসেনকে।