| রাত ১০:২৭ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে প্রচন্ড তাপদাহে জনজীবন স্থবির

সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ময়মনসিংহ, ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
সারাদেশে ন্যায় ময়মনসিংহে প্রচন্ড তাবদাহে অসহনীয় অবস্থায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত কয়েক দিনের টানা গরমে এখানকার বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী, দিন মজুর সহ নানা শ্রেণী পেশার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ বৃহষ্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা বেড়ে যাওয়ার কারনে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা প্রচন্ড অসুবিধায় পড়েছে। সকাল ৯ টায় স্কুল শুরু হওয়ার পর বেলা বাড়ার সাথে সাথে প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। গৌরীপুরসহ  বিভিন্ন উপজেলায়অন্য দিকে চলছে বিদ্যুৎ এর লোডসেডিং । প্রতি দিন ভোর থেকে রাত পর্যন্ত গড়ে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা যাওয়া করে। এমনিতে প্রচন্ড গরম । বিদ্যুৎ এর আসা যাওয়ার কারনে ছাত্র/ছাত্রীদের শরীর ঘেমে একাকার হয়ে যায়। এতে করে তারা সর্দি, কাশি, জ্বর, শ্বাষকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
এদিকে উপজেলার সর্বত্র রোবো ধান কেটে ঘরে তোলার মৌসূম শুরু হয়েছে। প্রচন্ড গরমে মাঠে কাজ করতে কৃষকদের হিমসীম খেতে হচ্ছে। প্রচন্ড গরম আর কাল বৈশাখীর ভয়ে জীবনবাজী রেখে মাঠে কৃষকদের রাত দিন কাজ করতে হচ্ছে। অন্য দিন মজুরদের ও অবস’া হয়েছে একই রকম। সাধারনতঃ বেলা ১০ টার পর থেকে গরম অনূভুব হচ্ছে বেশী। রাস্তাঘাটে প্রচন্ড তাপদাহের কারনে বিশেষ কাজে ছাড়া কেহ বাইরে বের হচ্ছেন না। গরমের কারনে পানীয় জলের চাহিদা রেড়েছে। এ সুযোগে এক শ্রেণীর অসাধু পানি ব্যবসায়ী ট্রেনে যাত্রীদের কাছে আয়রন ও আর্সেযুক্ত পানি বিক্রি করছেন। এ থেকে অনেকে পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকার মানুষ প্রচন্ড তাপদাহ থেকে বাচার জন্য ছায়া খুজে বেড়াচ্ছেন। ঠিক দুপুরে একটু শীতল বাতাসের জন্য তারা গাছের নীচে আশ্রয় নিচ্ছেন। কিন’ কোথাও শন্তি পাচ্ছে না। কেউ বা ডাবের পানি, তরমুজ, আখের রস বা সরবত পান করছেন প্রচন্ড তাপদাহ থেকে বাঁচার জন্যে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসূমী বায়ু বাংলাদেশের উপকূলে আসতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। তখন মৌসূমী বায়ুর প্রভাবে এলাকায় প্রচুর পরিমানে বৃষ্টি হতে পারে। তবে স্থানীয় বায়ুর প্রভাবে দু’একদিনের মধ্যে বৃষ্টি হতে পারে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৬ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০১৬