বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৩

বাজিতপুর সংবাদদাতা, ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের পশ্চিম কৈলাগ গ্রামে পূর্ব শত্র্বতার জের ধরে, গত বুধবার সকালে নুরু মিয়া সহ ৩-৪ জন দেশীয় অস্র সজ্জিত হয়ে মানবজমিন পত্রিকার বাজিতপুর প্রতিনিধি হোসেন মাহবুব কামালের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এই সময় নুরু মিয়া ও তার লোকজনকে বাধা দিতে গিয়ে সাংবাদিক হোসেন মাহবুব কামাল (৪৮), ছোট ভাই আইন উদ্দিন (৪৫), সাংবাদিকের ছেলে এ.এম.চে. অনুপম (১২) আহত হয়। গুরুতর আহত আইন উদ্দিন (৪৫)কে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক হোসেন মাহবুব কামাল দাবি করেন, প্রতিপক্ষ সন্ত্রাসী নুরু মিয়া হুমকি দিয়ে বলে যে মামলা করলে তাকে একেবারে মেরে ফেলবে। এই ব্যাপারে আজ বৃহস্পতিবার সাংবাদিক হোসেন মাহবুব কামাল বাদী হয়ে বাজিতপুর থানায় নুরুকে প্রদান আসামি করে বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেন।