ময়মনসিংহ অঞ্চলে চোরাচালান রোধে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক
ফাহিম মোঃ শাকিলঃ ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলে চোরাচালান রোধে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গত ফেব্রুয়ারী মাসের কার্যক্রম বিশ্লেষণ ও আগামীতে করনীয় বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন এর সভাপতিত্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানা যায়, গত ফেব্রুয়ারী মাসে ময়মনসিংহ জেলায় ১১৪৪, নেত্রকনা জেলায় ৭২১, শেরপুর জেলায় ৭৩৮, জামালপুর জেলায় ৫৮৯ সহ মোট ৩১৯২ টি অভিযান চালানো হয়েছে। টাস্ক ফোর্স ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা গুলতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাতে প্রায় ১ কোটি ৩২ লাখ ৫২ হাজার টাকার মালামাল আটক করা হয়েছে। শুধু টাস্ক ফোর্স ৩৫ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে এবং ইতিমধ্যে ৮৮ মামলার নিস্পত্তি ও হয়েছে বলে জানা যায়।
বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্তে বৈঠকে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কর্নেল মোঃ শাহরিয়ার রশিদ সেক্টর কমান্ডার বিজিবি ময়মনসিংহ, মেজর মোঃ সোহেল আহমেদ র্যাব- ১৪, মুহাম্মদ ওবাইদুল ইসলাম উপ- পরিচালক এন এস এই, এ এম নাহিদ হোসেন শুল্ক, গোয়েন্দা ও তদন্ত সার্কেল ময়মনসিংহ, মোঃ শাহবুদ্দিন খান জেলা প্রশাসক জামালপুর, ডাঃ এ এম পারভেজ রহিম জেলা প্রশাসক শেরপুর, মোঃ মুশফিকুর রহমান জেলা প্রশাসক নেত্রকোনাসহ রেলওয়ে, কাস্টমস, আঞ্চলিক টাস্ক ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বৈঠকে বিভাগীয় কমিশনার বলেন, চোরাচালান বন্ধে করনীয় সকল কাজ করতে হবে। সীমান্তবর্তী এলাকা গুলতে আরও কঠোর নজরদারি রাখতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর প্রয়োজনে ফোর্সের শিফট পরিবর্তনের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি চালাতে হবে।