ধোবাউড়ায় ঘোষগাঁও ইউনিয়ন বি.এন.পির সভায় ধানের শীষকে জয়লাভ করানোর শপথ
ধোবাউড়া (ময়মনসিংহ ) সংবাদদাতাঃ ২০ এপ্রিল ২০১৬, বুধবার,
গতকাল বুধবার বিকাল ৩টায় ধোবাউড়া উপজেলা ঘোষগাঁও ইউনিয়ন বি.এনপির উদ্যোগে এক বর্ধিত সভা শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি থেকে একক ভাবে মনোনয়ন প্রত্যাশী ঘোষগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফরিদ আল রাজী কমল তিনি সভায় সকলের কাছে ধানের শীষের পৰে নির্বাচন করার দাবী জানিয়ে যে কোন মূল্যে ধানের শীষকে জয়লাভের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আজহারুল হক, সাধারণ সম্পাদক জি এম আজহারুল ইসলাম কাজল, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বি.এস.সি সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন,ধোবাউড়া সদর ইউনিয়নের সভাপতি আঃ কুদ্দুছ। মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক ফেরদৌস ইসলাম হযরত ছাত্র দলের নেতা ফরহাদ আল রাজী সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা যে কোন মূল্যে ধানের শীষকে জয়লাভ করার শপথ গ্রহণ করেন।