গফরগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় ৬৩ গ্রাহকের নামে মামলা
গফরগাঁও প্রতিনিধি, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ময়মনসিংহের গফরগাঁওয়ে বকেয়া বিদ্যুৎ বিল ও অবৈধ ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতে ৬৩ জন বিদ্যুৎ গ্রাহকের নামে মামলা হয়েছে। আজ বুধবার দিনভর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রুবিনা পারভীন।
গফরগাঁও বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামানের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ না করা ও আবাসিক বিদ্যুৎ সংযোগ নিয়ে বানিজ্যিকভাবে ব্যবহার করার দায়ে ৬৩ জন গ্রাহকের নামে ভ্রাম্যামন আদালতের ম্যাজিষ্ট্রেট রুবিনা পারভীন মামলা ঠুকে দেন। এ সময় অন্যদের উপসি’ত ছিলেন সহকারী প্রকৌশলী সুনীল কুমার রায়, উপ-সহকারী প্রকৌশলী আতিকুল্লাহ, শামছুল আলম প্রমুখ।