হালুয়াঘাটে ট্রাকের চাপা এক নারীর মৃত্যু

ফাহিম মোঃ শাকিল, ২০ এপ্রিল ২০১৬, বুধবার,
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারাবাজার এলাকায় ট্রাকের চাপায় সমলা খাতুন (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সমলা খাতুন উপজেলার ধরা গ্রামের বাসিন্দা।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, সমলা খাতুন দুপুরে স’ানীয় ধারাবাজার এলাকায় রাস্তা পার হাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস’লেই তার মৃত্যু হয়।