| বিকাল ৪:১২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অভিভাবক সচেতন হলে প্রাথমিক শিক্ষায় আসবে ইতিবাচক পরিবর্তন-সনাক ও টিআইবি’র সহযোগিতায় ‘অভিভাবক সমাবেশ’

 

অনলাইন ডেস্ক | ২০ এপ্রিল ২০১৬, বুধবার,
আজ ২০ এপ্রিল ২০১৬ বুবার সকাল ১১ টায় চরপুলিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ সদর এর সহযোগিতায় এবং চরপুলিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে চাই-স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এক ‘অভিভাবক সমাবেশ’ এর আয়োজন করা হয়। সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো: মোমতাজ উদ্দিন এর সভাপতিত্বে ও সংশিৱষ্ট বিদ্যালয়ের সহকারি শিক্ষক দোলন চন্দ্র সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, সহকারী শিক্ষক আঞ্জুমানা বেগম, চরনিলৰীয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রহিমা বেগম, সনাকের সহ-সভাপতি মর্জিয়া বেগম, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার করুণা কিশোর চক্রবর্তী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা সরকার।

উক্ত অভিভাবক সমাবেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা সৃষ্টির লক্ষে প্রশ্নত্তোর পর্বে বিদ্যালয়ের সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার। সমাবেশে বক্তারা বলেন, একটি জাতি গঠনে প্রয়োজন শিক্ষা আর এ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুর্বত্বপূর্ণ উলেৱখ করে পরিবারে শিশুদের অধিক যত্ন নেওয়া, শিক্ষার জন্য সহায়ক সকল পরিবেশ সৃষ্টির জন্য অভিভাবকদের অধিক সচেতন হওয়ার প্রতি জোর দেয়া হয়। বক্তারা আরো বলেন, ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েই অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় না ববং স্কুলে এসে নিয়মিত ক্লাস করছে কিনা, ক্লাসের পড়া শিখছে কিনা, স্কুলে না গিয়ে রাস্তায় কোথাও খেলাধুলা করছে কিনা এসব বিষয়ে খোঁজ রাখাও একজন অভিভাবকের দায়িত্ব। এছাড়াও স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার লক্ষ্যে প্রশ্নোত্তর পর্বে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা দিক তুলে ধরে অভিভাবকরা বলেন, বেঞ্চের স্বল্পতা, পুরাতন ভবন ও টিনের চালা, বিদ্যুত না থাকা, বিদ্যালয়ের বরাদ্দ পেলে যথাযথ ব্যবহারসহ নাগরিক অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয় ব্যবস’াপনা কমিটি (এসএমসি) না থাকায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন দাবি এবং পরামর্শ প্রদান করেন। এসব প্রশ্নের উত্তরে সহকারি উপজেলা শিক্ষা অফিসার বলেন, পূর্বের আরো সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের দিকে যাচ্ছে, নতুন ভবনের জন্য সুপারিশ করা হয়েছে, বিদ্যুতের জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, শীঘ্রই সমস্যাগুলো সমাধান হবে। এসএমসি গঠন নানা কারনে ময়মনসিংহ সদরের সকল প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে অনুপসি’ত। তবে শিক্ষা ব্যবস’াপনা সঠিকভাবে বাস্তবায়নে এটি খুবই জরুরিভাবে সমাধান প্রয়োজন। অভিভাবক সচেতনতা বৃদ্ধি পেলে প্রাথমিক শিক্ষায় আসবে ইতিবাচক পরিবর্তন বলে মত প্রকাশ করেন। এর পূর্বে প্রধান শিৰক বিদ্যালয়ের সার্বিক চিত্র সমাবেশে উপস’াপন করেন এবং সনাকের সহযোগিতায় শিৰার মানোন্নয়নের লৰ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে ইতিবাচক অনেক পরিবর্তন ঘটেছে বলে সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে এসময় ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, প্রাক্তণ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, টিআইবি’র কর্মকর্তা ও ইয়েস সদস্যরা উপসি’ত ছিলেন। উলেৱখ্য উক্ত সময়ে ইয়েস গ্র্বপ স্যাটেলাইট তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করে এবং সমাবেশে সকল অংশগ্রহণকারীদের মাঝে বিদ্যালয়ের তথ্য সম্পর্কীত ভাঁজপত্র বিতরণ, স্বাস্থ্য সেবায় প্রাপ্ত সুবিধা সম্পর্কিত লিফলেট এবং অন্যান্য সচেতনতামূলক তথ্য প্রচার করে।

সর্বশেষ আপডেটঃ ৭:০১ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০১৬