| সন্ধ্যা ৭:৫৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় অল্পের জন্য রক্ষা পেল কয়েক যুবক

নেত্রকোনা প্রতিনিধি ঃ  ২০ এপ্রিল ২০১৬, বুধবার

কথায় বলে ‘রাখে আল্লা মারে কে’ ? জেলা শহরের জয়নগর এলাকায় কালী বাড়ির সামনের সড়কে আজ বুধবার সকালে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল কয়েক যুবক মুন্না ।
জানা গেছে, নেত্রকোনা পৌরসভার জয়নগর কালী বাড়ির সামনে সড়ক সংস্কার কাজ চলছে। সড়কের জায়গা নিয়ে গত সোমবার সড়কের পাশে ওই ভবনের মালিক ডাঃ প্রশান- কুমারের লোকজনের সাথে এলাকার কাউন্সিলর রফিকুল ইসলামের ছোট ভাই মফিদুল ইসলাম মুন্না ও ঠিকাদারের লোকজনের কথা কাটাকাটি হয়। আজবুধবার সড়কের কাজ দেখার জন্য মহিদুল ইসলাম মুন্নাসহ এলাকার ১২-১৪ জন ঠিকাদারের সাথে দাড়িয়ে কথা বলছিলেন। সকাল ১১টার দিকে নির্মানাধীন তিনতলা ভবনের ওপর থেকে ১০-১২টি ইট নীচে পড়ে যায়। হঠাৎ শব্দ শুনে রাস্তার ওপর দাড়ানো লোকজন সড়ে যান। এতে করে অল্পের জন্য প্রানে বেঁচে যান মহিদুল ইসলাম মুন্না ও অন্যরা।
মহিদুল ইসলাম মুন্নার অভিযোগ তাকে হত্যা করার জন্য উপর থেকে কেউ ইট ফেলে দিয়েছে। সড়ে না গেলে নিশ্চিত তিনি আরও কয়েকজন মারা যেত। বিষয়টি তিনি থানা পুলিশকে জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:২৬ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০১৬