| রাত ১২:৩৯ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় যৌতুকের বলি গৃহবধু পারভীন

তিলক রায় টুলু পূর্বধলা থেকেঃ  স্বামীর দেওয়া আগুনে ক্ষত বিক্ষত  শরীর নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সাতদিন যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের তুলা পাবই গ্রামের গৃহবধু ও ২ সন্তানের জননী পারভীন আক্তার। গত সোমবার রাতে  ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারভীন পূর্বধলা উপজেলার ধোবারুহী গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের তুলা পাবই গ্রামের মৃত মিরাশ উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিনের সাথে ১৭/১৮ বছর আগে বিয়ে হয় পারভীনের। তাদের দাম্পজীবনে ২ ছেলে রয়েছে বড় ছেলে এস এস সি পরীক্ষার্থী। যৌতুকের জন্য পারভীনের উপর প্রায়শই নেমে আসত পাষন্ড স্বামীর নির্মম অত্যাচার ।এবং প্রায়ই দুজ জনের মধ্যে ঝগড়া হতো এ নিয়ে এদিকে গত ১১ ই এপ্রিল পারভীন কে ঘরে আটক রেখে হাত পা বেধে পাষন্ড স্বামী মোসলেম উদ্দিন ও তার সঙ্গীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তার  সারা শরীর দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্য রত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই নূরুর আমীন জানান এ ব্যাপারে নিহত পারভীনের বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০১৬