| বিকাল ৩:৪০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবিতে ‘প্ল্যান্ট ডিজিজ এন্ড ইনসেক্ট পেস্ট রিলেটেড ইস্যুজ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লোকলোকান্তর ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হেকাপ প্রকল্পের আওতায় ‘প্ল্যান্ট ডিজিজ এন্ড ইনসেক্ট পেস্ট রিলেটেড ইস্যুজ’ শীর্ষক এক কর্মশালা গত (১৯ এপ্রিল)মঙ্গলবার কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আফজাল হোসেনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন সাধিত হবে। এর মাধ্যমে দেশের স্বার্থে বীজের স্বাস্থ্য এবং শস্য সুরক্ষা নিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত ফলাফল দীর্ঘ মেয়াদে ধরে রাখতে হবে এবং কর্মশালায় গৃহীত সুপারিশমালা কৃষির উন্নয়নে দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের ওপর বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ বাহাদূর মিঞা এবং প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম।
কর্মশালায় বিভাগীয় শিক্ষক, এমএস ও পিএইচডি ছাত্র  এবং আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণকরেন।

সর্বশেষ আপডেটঃ ১:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০১৬