| রাত ৮:৫৭ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অপহৃত ভিকটিম উদ্ধার নারীসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ ডিবি পুলিশ অপহৃত ভিকটিম উদ্ধার এবং নারীসহ তিন অপহরনকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, রিপন মিয়া, তার সাবেক স্ত্রী ফাহিমা খাতুন, ও রিজন মিয়া। উদ্ধার ভিকটিম মমিন মিয়া।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার এবং নারীসহ তিন অপহরনকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জানা যায়, ভিকটিম মমিন মিয়া একজন গার্মন্টেস ব্যবসায়ী। ১৮ এপ্রিল দুপুর  ১২টার সময় শহরের উত্তরা পুলিশ লাইনস আবাসিক এলাকার বায়তুল আকরাম জামে মসজিদ থেকে মমিন মিয়াকে ফোন করে ডেকে নিয়ে ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরন করা হয় । পরে পুলিশ মুক্তাগাছা থানার চরআধপাখিয়া গ্রাম থেকে হাত পা বাধা অবস্থায় মমিন মিয়াকে উদ্ধার করে । মমিন ৪০ দিনের তাবলীগের চিল্লায় ১৩ এপ্রিল ময়মনসিংহে আসেন । এ ব্যাপারে মমিন মিয়া বাদি হযে মযমনসিংহ কোতুয়ালি থানায় একটি মামলা করেছেন । মামলা তদন্ত করছেন ডিবির এস আই নিজামুল হক।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, মোবাইল ট্রেকিং করে গতরাতে মমিন মিয়াকে উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকার উত্তরার ইয়াসিন মার্কেটের উদয় সুয়েটারের মালিক।

সর্বশেষ আপডেটঃ ১:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০১৬