ময়মনসিংহ সদরের ৩৪ চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
আগামী ৭ মে চতুর্থ ধাপের নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নির্বাচন হবে। ৫টি ইউনিয়নে (অষ্টধার, কুষ্টিয়া, বোরর চর, পরাণগঞ্জ ও ঘাঘড়া) চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ ঘোষনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।
অষ্টধার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : আ’লীগের দলীয় প্রার্থী সফিকুল হক বাবলু (নৌকা), বিএনপি’র দলীয় প্রার্থী তারেক হাসান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের (আনারস), মোশারফ হোসেন (চশমা), সাইফুল ইসলাম (ঘোড়া), মোহাম্মদ রুহুল আমিন (মটর সাইকেল), জাতীয় পার্টির শামসুল হক মন্টু (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফার্বক হোসেন (হাত পাখা)।
কুষ্টিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : আ’লীগের দলীয় প্রার্থী আমিনুল ইসলাম বাবুল (নৌকা), বিএনপি’র দলীয় প্রার্থী মঞ্জুরুল হক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল (আনারস), আব্দুল আজিজ (চশমা), হাসানুল ইসলাম (ঘোড়া), জাতীয় পার্টির হাসান মাহমুদ (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান উদ্দিন (হাত পাখা)।
ঘাঘড়া চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : আ’লীগের দলীয় প্রার্থী শাহ জাহান সরকার (নৌকা), বিএনপি’র দলীয় প্রার্থী হাফিজ উদ্দিন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী একেএম ফজলুল করিম (আনারস), আবু সাঈদ (মটর সাইকেল), জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আরজু (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন (হাত পাখা)।
পরাণগঞ্জ চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : আ’লীগের দলীয় প্রার্থী লিয়াকত আলী (নৌকা), বিএনপি’র দলীয় প্রার্থী সোলায়মান কবির (ধানের শীষ), জাতীয় পার্টির ইদ্রিস আলী (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির ইসমাইল হোসেন (কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলা উদ্দিন (হাত পাখা)।
বোরর চর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : আ’লীগের দলীয় প্রার্থী শওকত আলী (নৌকা), বিএনপি’র দলীয় প্রার্থী আতাহারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আ : গণি সরকার (আনারস), লিয়াকত আলী (টেলিফোন), আলহাজ্ব আব্দুল আজিজ সরকার (ঘোড়া), জাতীয় পার্টির তোফাজ্জ্বল হোসেন (লাঙ্গল), জাসদের হামিদুল ইসলাম (মশাল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ ফরিদ (হাত পাখা)। ###