| রাত ৯:৫৪ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবিতে রিসার্চ এনিম্যাল ফার্মের উদ্বোধন ও কিটবক্স বিতরণ

 

বাকৃবি প্রতিনিধি: ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের রিসার্চ এনিম্যাল ফার্মের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে সার্জিকাল কিটবক্স বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। ফার্মটি বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি) ও হেকেপের অর্থায়নে ফার্মটি নির্মাণ করা হয়।

মঙ্গলবার দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাঠে রিসার্চ ফার্মের উদ্বোধন করা হয়। পরে দুপুর সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ভেটেরিনারি অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২ এর শিৰার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়। সার্জিকাল কিটবক্সে ২৩ ধরনের ৩০ টি যন্ত্রপাতি রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সচ্চিদানন্দ দাস চৌধুরী এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও অধ্যাপক ড. মির্জা আবুল হাসিম।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৫ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৬