ভেজাল পরিবর্তন করে হক্ব প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে হবে —–চরমোনাই পীর সাহেব
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
ভেজাল পরিবর্তন জন্য ও হক্ব প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে, ভেজাল নবীর আর্ভিভাবেও সংগ্রামে প্রতিহত করা হয়েছিল। যোগে যোগে বাতিলের মোকাবেলা করতে গিয়ে মুসলমানগণ রক্ত দিয়েছে কিন’ হক্বকে ছাড়ে নাই। হক্বকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবো, রক্ত দিবো তবুও বাতিলের কাছে মাথানত করবো না।
কথাগুলো বলেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের ও বাংলাদেশ মোজাহিদ কমিটির সিনিয়র নায়েবে আমীর আলৱামা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম। তিনি গত সোমবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মোজাহিদ কমিটির আয়োজনে স’ানীয় নজরুল একাডেমী মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সব কিছুতেই ভেজালের সয়লাভ উলেৱখ করে তিনি আরো বলেন, ইসলামের নামেও অনেক ভেজাল কর্মকান্ড চলছে, তাই যাচাই করতে হবে কিন’ হক্বকে ছাড়া যাবে না। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সবাই এক ধরনের না, মারামারি, দলা দলী ছেড়ে মনকে প্রশ্ন করতে হবে আমি জান্নাতী না জাহান্নামী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল পৌর শাখার সভাপতি মুফতি জহিরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মামুনুর রশিদ, মুফতি ফখর উদ্দিন প্রমূখ।