ময়মনসিংহ শহর আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফাহিম মোঃ শাকিল: আগামী ৩০ এপ্রিল ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে শেষবারের মতো মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ শহর আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম তারার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ মজিবুর রহমান খান মিল্কী,প্রচার সম্পাদক ও আসন্ন সম্মেলনের প্রচার উপ কমিটির আহব্বায়ক গোলাম ফেরদৌস জিল্লু, দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু। শহর আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক শাজাহান পারভেজ এর সঞ্চালনায় শহর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড.তাজুল ইসলাম,জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি এড. আজাহারুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার রাহাত খান,জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড.এ বি এম নুরুজ্জামান খোকন,কতোয়ালী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ আফাজ উদ্দিন সরকার, মহানগর স্বেচ্ছাসেবকলীগ আহব্বায়ক মোফাখ্রর হোসেন খোকন,জেলা শ্রমিক লীগ সভাপতি আফতাব উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, সাধারন সম্পাদক সরকার মো;সব্যসাচী, মহানগর ছাত্রলীগ সাধারন সম্পাদক ফয়জুর রাজ্জাক উষান প্রমুখ।
মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, দলের ব্যপারে আপনাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। তবে নেত্রী যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে।