নান্দাইলে আচরনবিধি লংঘনের দায়ে ০৬ জন প্রার্থীকে ২৭ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রাথীদের আচরনবিধি লংঘনের অভিযোগে ১ জন চেয়ারম্যান ও ০৪ জন সদস্য ও ১জন সংরক্ষিত আসনের সদস্যা প্রার্থীকে ২৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসীম উদ্দিন।
জানা গেছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) ভ্রাম্যমান আদালত খারুয়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসনাত ভূইয়াকে দু’ টি মাইক প্রচার কাজে ব্যবহার করায় তাকে ৫ হাজার টাকা,গরু জবাই করে ভোটারদের ভুড়িভোজ করার অভিযোগে সদস্য প্রার্থী আবু সাঈদকে ১০ হাজার টাকা, রিকসা চালক আমির হোসেনকে দু’টি মাইক ব্যবহারের দায় ৫ হাজার, সংরক্ষিত মহিলা প্রার্থী উড়োজাহাজ মার্কা দু’টি মাইক ব্যবহারের অভিযোগে ৫ হাজার, সিংরইল ইউনিয়নের সদস্য প্রার্থী আবুল কাশেম বাচ্চুকে মিছিল করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন।#