| সকাল ৮:১৯ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে সাব-রেজিস্ট্রী অফিসের নকল নবিস মহরারদের কলম বিরতি

বাজিতপুর সংবাদদাতা ঃ   ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,

কিশোরগঞ্জের বাজিতপুর সাব-রেজিস্ট্রী অফিসের ১৪ জন অতিরিক্ত মহরার নকল নবিস গত সোমবার ও  মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি করছে। জানাযায় গত এক বছর ধরে অতিরিক্ত দায়িত্ব নকল নবিস মহরাররা তাদের দায়িত্ব পালনের অর্থ বুঝে পাচ্ছেন না। একই সঙ্গে তাঁরা কলম বিরতিকালে সভানেত্রী স্বপ্না খাতুন, ফাতেমা খাতুন অভিযোগ করে বলেন, যুগের পর যুগ তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন’ সরকারী অন্যান্য কর্মচারীরা যে ভাবে বেতন স্কেলভুক্ত হয়, সে ভাবে সরকার তাদেরকে সরকারী করণ না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিযে যাবেন। তাঁরা জানান, প্রতি পৃষ্ঠা বালাম লেখার জন্য মাত্র ২৪/- টাকা করে দেওয়া হয়। কিন’ এই অর্থ টুকু সরকার গত এক বছর ধরে দিচ্ছেন না। সামনের সপ্তাহহ হতে সারা দেশের ১৫ হাজার অতিরিক্ত নকল নবিস মহরাররা পূর্ণ দিবস কলম বিরতি পালন করবেন। আগামী ২ মে ঢাকা মহাসমাবেশ করারও কথা রয়েছে। কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত নকল নবিস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আমর্বজ্জামান গতকাল মঙ্গলবার দুপুরে জানান, সরকার তাদেরকে সরকারী করণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যাক্ত করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৫২ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৬