| রাত ১:০৮ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় বিদুৎস্পর্শে স্কুল শিক্ষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার

নেত্রকোনা সদর উপজেলার বনুয়াপাড়ায় প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষক মো. কাঞ্চন আহমেদ খান (৪৫)  আজ মঙ্গলবার সকালে স্কুলের ছাদে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের বিরামপুর গ্রামে।
জানা গেছে, জেলা শহরের বনুয়াপাড়ায় তার নিজের প্রতিষ্ঠিত প্রি ক্যাডেট স্কুলের ছাদে নির্মিত সাইবোর্ডের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তার ছিড়ে ওপর পড়েছিল।  মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যুতের ওই তার সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শে আহত হয়ে ঘটনাস’লেই মারা যান।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাছুদুল আলম বিদ্যুতের তারে জড়িয়ে শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৭ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৬