দূর্নীতির মামলায় ফুলপুরের সাবেক পিআইও ও ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৪
স্টাফ রিপোর্টার, ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বর্তমানে ধোবাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ও ফুলপুরের রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান মো: রোকনুজ্জামান এবং পিডিবি’র গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সাবেক সহকারি প্রকৌশলী মইদুল ইসলাম ও জুনিয়র সহকারি হিসাব রক্ষক হোসনে আরাকে গ্রেফতার করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের নিজ নিজ কর্মস’ল থেকে গ্রেফতার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলি আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক মিটফুল ইসলাম তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ফুলপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ও ফুলপুরের রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান মো: রোকনুজ্জামান যোগসাজস করে রামভদ্রপুর ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের মাটির কাজ সঠিকভাবে না করে প্রকল্পের ১২ লাখ ৩৬ হাজার ৬২৮ টাকা আত্মসাৎ করে। অপরদিকে নতুন বিদ্যুত সংযোগ প্রদানের নামে ময়মনসিংহ বিদ্যুত উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তাদ্বয় যোগসাজস ও ৰমতা অপব্যবহার করে ৫৭ জন গ্রাহকের নিকট থেকে জামানত বাবদ এক লাখ দুই হাজার ৫৪ টাকা একাউন্টে জমা না দিয়ে আত্মসাৎ করে।