| বিকাল ৩:০৬ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঢাকা এফএম ৯০.৪ এর ময়মনসিংহ স্টেশনের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,

ময়মনসিংহ অঞ্চলে বেসরকারি রেডিও ঢাকা এফএম৯০.৪ মেগাহার্জে বাণিজ্যিক সমপ্রচার শুরু করেছে। ময়মনসিংহ স্টেশনের আনুষ্ঠানিকভাবে সমপ্রচার উপলক্ষে মঙ্গলবার স’ানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ঢাকা এফএম ৯০.৪ এর পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) এহসান মাহবুব সাংবাদিকদের জানান, শিক্ষানগরী ময়মনসিংহে সমপ্রচার করতে পারায় ‘ঢাকা এফএম’ গর্বিত। এতে ময়মনসিংহ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, কৃষি সংবাদ ও বিনোদনসহ সুস’ সংস্কৃতি, অবিকৃত ভাষা, সামাজিক মূল্যবোধ, স্বাধীনতার চেতনা এবং স্বকীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন, প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, সতর্কতা কিংবা পূর্বাভাস সবকিছুই পাওয়া যাবে ঢাকা এফএম ৯০.৪ এ। ময়মনসিংহ অঞ্চলের সুধি সমাজ, প্রশাসন, সংবাদ মাধ্যমসহ সর্বস্তরের মানুষের ইতিবাচক পরামর্শ সানন্দে গৃহীত হবে বলেও জানান তিনি।
এহসান মাহবুব আরো জানান, ২০১২ সালের জানুয়ারিতে ঢাকা এফএম ৯০.৪ এর ঢাকা স্টেশনের যাত্রা শুর্বর চার বছর পর ময়মনসিংহ, চট্রগ্রাম, কক্সবাজার, খুলনা, রংপুর, বগুড়া, বরিশাল, সিলেট ও রাজশাহী অঞ্চলে সম্প্রচার শুরু হয়েছে। দেশের ৫০টি জেলায় প্রায় ১০ কোটি মানুষ এখন ঢাকা এফএম ৯০.৪ রেডিও নেটওয়ার্কের আওতায় রয়েছেন। তিনটি সংবাদ বুলেটিনে জাতীয়, আন-র্জাতিক, অর্থনীতি, বাণিজ্য, খেলাধুলা, প্রযুক্তি, লাইফস্টাইল এবং বিনোদনের খবরাখবর রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:১৪ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৬