| দুপুর ২:৫২ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে আ’লীগ-জাতীয়পার্টির সংঘর্ষে দুই পুলিশসহ আহত ২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-১৮ এপ্রিল ২০১৬, সোমবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সোহাগী বাজারের কাঁচারি পুকুর পাড়ে বিকেল চারটা থেকে শুরু হয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ চলে। ওই ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষ ২২ জন। এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস’লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দু’পৰের সংঘর্ষে গুর্বতর আহত মজিবুর রহমান (৬০), কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আবদুল মান্নান (৬৫), শাহিন (১৮) ও মান্নান মিয়াকে (৬২), আবদুল হাই (৪৮), জুয়েল মিয়া (২৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজে, অন্যরা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেক্সে চিকিৎসা নিচ্ছেন। আহত দুই পুলিশ হচ্ছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুয়েল ও কনস্টেবল মো. মনোয়ার হোসেন।
প্রত্যৰদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাপা ও আ’লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে আজ সোমবার সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে আ’লীগ প্রার্থী মো. হাবিবুর রহমান নির্বাচনী প্রচারণা চালানোর জন্যে সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামে গেলে খবর পেয়ে জাপা প্রার্থী আবদুল কাদির ও তাঁর সমর্থকরা তাঁকে (আ’লীগ প্রার্থীকে) ধাওয়া করে। এ খবর পেয়ে আ’লীগ প্রার্থীর সমর্থকরা পাল্টা ধাওয়া দিয়ে উভয় পৰের মধ্যে রক্তৰয়ী সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পৰের ২০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, এ সময় আ’লীগের সমর্থকরা জাপা প্রার্থীর সমর্থক মো. রফিকুল ইসলামের বাড়িতে হামলা করলে পুলিশ এগিয়ে যায়। এতে পুলিশের সাথে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে দুই পুলিশ আহত হয়।
অপরদিকে বেলা দুইটার দিকে বিএনপি প্রার্থী মো. আবদুলৱাহ আল ফার্বকের পৰে নির্বচানী প্রচারনা চালানোর জন্যে একটি প্রচার গাড়ি বৃ-কাঁঠালিয়া গ্রামে ঢুকলে আবদুল কাদিরের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয় বলে ইজিবাইক চালক সবুজ মিয়া জানান। এ সময় জাপা প্রার্থী আব্দুল কাদির প্রচারকারী দুলালের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকী দেয়। এ কথা অস্বীকার করে আব্দুল কাদির জানান, তারা আমার বাড়ির সামনে এসে বিভিন্ন ধরনের আপত্তিজনক কথা মাইকে বলায় তা বাধা দেয়া ছাড়া আর কিছু করা হয়নি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, পরিসি’তি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস’লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০:০৪ অপরাহ্ণ | এপ্রিল ১৮, ২০১৬